বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান (biday belay korun shure)

বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান।
সুরের সাথে হল আকুল পাষাণ পরান॥
       আজকে ব্যথায় উঠল ভ'রে
       মালার কুসুম পড়ল ঝ'রে,
পরান আমার কেমন করে নেবে তব দান॥
       বৃথায় ফুলে সাজাও মোরে
       ভাসাও যত নয়ন লোরে,
প্রাণের ঠাকুর ডাকেন মোরে কাঁদে মম প্রাণ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেক্র্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে, ১৯৫২)। ২ । পূরবী-তেতালা]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ২। পূরবী-তেতালা। পৃষ্ঠা ২৫৩-২৫৪]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪০৩। পৃষ্ঠা: ৪২৪]
  • রেকর্ড:
    • টুইন [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৯৩৬)। এফটি ৪৭১২। শিল্পী: কার্তিকচন্দ্র দাশ] [শ্রবন নমুনা]
    • মাসুদা আনাম কল্পনা (শ্রবণ নমুনা)]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: আহসান মুর্শেদ। নজরুল সঙ্গীত স্বরলিপি (৪০ খণ্ড)। প্রথম প্রকাশ,জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দ]। ১৭ সংখ্যক গান] পৃষ্ঠা: ৭৫-৭৬। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান।
      • রাগ: রাগের উল্লেখ নেই।
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: পদা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।