বিশাল-ভারত-চিত্ত-রঞ্জন হে দেশবন্ধু এসো (bishal bharot chitto ronjon)

বিশাল-ভারত-চিত্ত-রঞ্জন হে দেশবন্ধু এসো ফিরে।
কাণ্ডারি হে, দেখাও দিশা অসীম অশ্রু-সাগর-নীরে॥
নাই দিশারী নাই সেনানী, আজ জনগণ ত্রস্ত ভয়ে
ভারত কাঁদে ব্যাকুল চিত্তে তোমার চিতার ভস্ম ল’য়ে,
সাগর-দেশের হে ভগীরথ, জাগো ভাগীরথীর তীরে॥
রাজৈশ্বর্য বিলিয়ে, নিলে হে বৈরাগী ভিক্ষাঝুলি,
সোনার অঙ্গ মাখ্‌লে তুমি পায়ে-চলা পথের ধূলি।
দেশজননী ত্রিশ কোটি সন্তানেরে বক্ষে নিয়া
ভুলতে নারে তোমার স্মৃতি, শূন্যে তাহার মাতৃ হিয়া,
কে পারাবে রানীর মুকুট বন্দিনী মার রিক্ত শিরে॥
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মহাপ্রয়াণে

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৪৪১), এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস বৎসর।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৩৩৮। পৃষ্ঠা ৭০৯]
     
  • রেকর্ড:এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৪৪১)। শিল্পী: ধীরেন দাস। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।