বিশ্বে কামনার আগুন লাগাব (bisshe kamonar agun lagabo)

রতি : বিশ্বে কামনার আগুন লাগাব।
মদন ভস্ম ছড়াব মনে মনে;
মৃত মদনে প্রতি ভবনে জাগার॥
বসন্ত : সিদ্ধ যোগীর ধ্যানে আমি হব প্রতিকূল;
ফোটাব তপোবনে বাসনা মুকুল।
উভয়ে : সন্ন্যাসীরে মোরা করিব ভোগী

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ  (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬), মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, নজরুল এই নাটকের জন্যই রচনা করেছিলেন। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০২৮। পৃষ্ঠা: ৬১০। ]
  • মঞ্চ: অন্নপূর্ণা। মণিললাল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক। মিনার্ভা থিয়েটার, কলকাতা। [৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬) চরিত্র: রতি ও বসন্ত]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।