বিষাদিনী এসো শাওন সন্ধ্যায় (bishadini esho shaon sondhay)

বিষাদিনী এসো শাওন সন্ধ্যায়
           কাঁদিব দুজনে।
দীপালির উৎসবে আঁধারের ঠাঁই নাহি
           কাহারো হাসি যদি নিভে যায়।
তোমারি মতো তাই ম্লান-মুখ চিরদিন
           লুকায়ে রাখি অবগুণ্ঠনে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ৯৯০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩০৩।
     
  • রেকর্ড: এইচএমভি। ১৯৭৭। ৭ই পিই ৩১৭১। শিল্পী: দীপালী নাগ। (শ্রবণ নমুনা)
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
                    খেয়াল ভাঙা গান।

                  মূল গান
      রাগ: সুভরী গৌরী বা কাপরী গৌরী। তাল: ত্রিতাল (মধ্যলয়)
      আগ্রা ঘরানা


      লাগোহী আবে পিহু মোরা
      বর জো না মানে॥
      হামারে সঙ্গ কি
          দূর নিকস গই
      অব মোহে দেখ রিঝাবে॥

    • রাগ: সুভরী গৌরী বা কাপরী গৌরী।
    • তাল: ত্রিতাল
    • গ্রহস্বর: হ্ম

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।