বীরদল আগে চল্‌ (birdol age chol )

মার্চের সুর
বীরদল আগে চল্‌
কাঁপাইয়া পদভরে ধরণী টলমল।
যৌবন-সুন্দর চির-চঞ্চল॥
আয় ওরে আয় তালে তালে পায়ে পায়ে
আশা জাগায়ে নিরাশায়।
আয় ওরে আয় প্রাণহীন মরুভূমে,
আয় নেমে বন্যার ঢল॥
ঝঞ্ঝার বাজে রণ-মাদল চল্‌ চল্‌
ভোল্‌ ভোল্‌ জননীর স্নেহ-অঞ্চল॥
ডাকে বিধুর প্রিয়া সুদুর
ভোল্‌ তারে ডাকে তোরে তূয-সুর।
দল্‌ দল্‌ পায়, ভয় ভাবনায়,
শ্মশানে জাগা প্রাণ
আপন-ভোলা পাগল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)  টুইন রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড করেছিল। কিন্তু রেকর্ডটি প্রকাশিত হয় নি। এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১-২ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৪৩।  মার্চের সুর
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৪৩।  মার্চের সুর। পৃষ্ঠা ২১৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৭৬। মার্চের সুর। পৃষ্ঠা: ৭০৯]
       
  • রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৩ (আষাঢ় শ্রাবণ ১৩৪০)। রেকর্ডটি প্রকাশিত হয় নি]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।