বুঝলাম নাথ এতদিনে, যুবকের ছলনা হে (bujhlam nath etodine)

বুঝলাম নাথ এতদিনে, যুবকের ছলনা হে।
কোথা শিখিলে এ প্রণয়, আমারে বল না হে॥
        তোমার হিয়া কঠিন অতি,
        জান না শ্যাম প্রেমের রীতি,
তাই নিভালে প্রণয় বাতি, আর বাতি জ্বলে না হে॥
        এইরূপে কত কামিনী,
        মজায়েছেন গুণমণি,
কপাল দোষে বিরহিণী, তোমার আর হলো না হে॥
        বিরহ জ্বালায় মরিলাম,
        আর জ্বালায়ো না শ্যাম,
ভেবে বলে নজরুল এসলাম, মেরো না ললনা হে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • সাপ্তাহিক 'মিল্লাত' (ঈদ সংখ্যা ১৩৫৩)। পৃষ্ঠা: ৫৫।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯০১। পৃষ্ঠা: ৮৮৪-৮৮৫]
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ পালা গানর অংশ তা জান যায় নি । ভণিতা নজরুল ইসলাম।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।