বুড়ি কর্তামায়ের গলা ফুলা হয়েছে ভালো। (buri kortamayer gola fula hoechhe bhalo)

বুড়ি কর্তামায়ের গলা ফুলা হয়েছে ভালো।
ঝোলাগুড় যা খেয়েছিল বেরিয়ে গেল॥
হাতির গলায় লাগা তরমুজ ভাঙি মুগুরে,
সেই ভাবে বুড়ির চিকিৎসা মুগুর মেরে।
ও বুড়িমা উঠে বস তোমার রোগ সেরে গেল॥
ভ্রমর কবি বলে ভুতুম এখনি পালা,
মরলি বেটা মিছে কাজে, ফাঁসিতে ঝোল আজ॥
(বেটা) খোঁড়া হয়ে উঠতে চাস্ পাহাড়ে
নির্বুদ্ধির মরণ আজ হলো গো-ভাগাড়ে
হাতুড়ে কবরেজ বেটা নাইকো রে তোর লাজ॥
(তোর) যেমন শাদি মোবারক বাদী হলো,
ভ্রমর কবি আসর মাঝে বলে তা গেল,
এবার ফাঁসি কাঠে ঝুল্‌লি বেটা সাঙ্গ খেলা আজ॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। 'বিদ্যা ভুতুম' পালা গান। দ্বিতীয় দৃশ্যান্তর। প্রথম গান। বুড়োর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৬০-২৬১।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৮০২]
       
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'বিদ্যা ভুতুম' চতুর্থ গান। ভণিতা 'ভ্রমর কবি'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।