বুড়ো জমিদার, ঘোড়া সেজে, জব্দ এইবারে। (buro jomidar ghora sheje)

বুড়ো জমিদার, ঘোড়া সেজে, জব্দ এইবারে।
রক্ষা কর, রক্ষা কর বলে কাঁদে চরণ ধরে॥
এই বার ইষ্টদেবে, কররে স্মরণ,
মোর হাতে তোর হবে রে মরণ,
লেদে ফেল্‌বি ঘোড়ার মতন, ছোটাব তোরে॥
তুই যেমন পাজি, তেমনি রে তোর ললাটের লিখন,
লগুড় মেরে অস্থি পাঁজর করব রে চূর্ণন,
যেমন সাজা হয় রে বেটা, হাড়ি খেকো কুকুরে॥
বেটা হাঁড়ি খেকো কুকুর, খেতে এলি পরের হাঁড়ি,
দেখ্‌রে ঘোড়া, পড়ছে পিঠে ভীম লগুড়ের বাড়ি,
কেউ না আজ, আমার হাতে রক্ষিবে তোরে॥
বেটা বুড়ো ঘোড়া, শয়তানী তোর আজকে ঘোচাব,
মুখে থুতু দিয়ে বেটাকে নরক পাঠাব,
নজরুল এসলামে বলে, হাঁড়ি খেকো কুকুর জব্দ মুগুরে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। হাস্যরসাত্মক পালা। বুড়ো জমিদারের সং। প্রথম দৃশ্যান্তর। চতুর্থ গান। লোচনের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৮৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮১৬]
  • বিষয়াঙ্গ: 'বুড়ো জমিদারের সং' হাস্যরসাত্মক পালার সপ্তম গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।