বুড়োকে উচিৎ শিক্ষা দিব আমি, জেনেও জানে না। (buroke uchit shikhha dibo ami)
বুড়োকে উচিৎ শিক্ষা দিব আমি, জেনেও জানে না।
আচ্ছা জব্দ করব তারে, এ মোর মনের বাসনা॥
শিখায়েছি আমার বৌকে,
বুড়ো এলে বলতে তাকে,
'ও বুড়ো, হও হে ঘোড়া, চাপ্ব পিঠে এ মোর মন-বাসনা॥
বুড়ো যখন হবে ঘোড়া,
বৌ চেপে মারবে কোড়া,
আমি লুকিয়ে থাকব গাছের গোড়া, বুঝিতে সে পারবে না॥
লগুড় হাতে আমি আসিব,
বুড়োর পাছায় বাড়ি মারিব।
দেখে বুড়ো বাক হারাবে, কপালে তার লাঞ্ছনা॥
তখন চিঁহি চিঁহি ডাক ছাড়িবে,
পাছাতে হাগা বাহির হবে,
জোড় হাত করিয়ে বুড়ো, বলবে এ কাজ করব না॥
নজরুল এসলামে বলে,
হায় রে প্রেম করিতে বুড়ো কালে,
ঘোড়া সেজে খাবি কোড়া, মনোবাসনা পুরবে না॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। বানর রাজকুমার সং। চাপান সং। প্রথম দৃশ্য। সপ্তম গান। ছোট রাণীর ঝি-এর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৫৬
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৬০৬]
- বিষয়াঙ্গ: 'বানর রাজকুমার সং' নামক চাপান সং-এর' সপ্তম গান। ভণিতা নাই।