বুনো পাখি, বুনো পাখি চোখে তোর নেই কেন ঘুম (buno pakhi,buno pakhi chokhe tor)

বুনো পাখি, বুনো পাখি চোখে তোর নেই কেন ঘুম।
ঘুমায় তেপান্তর আকাশ সাগর বন নিঝ্ঝুম॥
জোছনা-আঁচল জড়াইয়া গায়
শ্রান্ত ধরণী অঘোর ঘুমায়,
ঘুমায় ভ্রমর লতার কোলে মাখিয়া পরাগ-কুম্‌কুম্॥
আমিও জাগি তোরই মত পাখি
বিরহ-শয়নে ভবনে একাকী,
হুতাশ পবনে ছড়ায় সুরভি বিফল মালার কুসুম॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৮ তারিখে (২২ ভাদ্র ১৩৪৫) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬২২। পৃষ্ঠা: ৪৮৫]
  • রেকর্ড: ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৮ তারিখে (২২ ভাদ্র ১৩৪৫) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল। গানটির কোনো সন্ধান পাওয়া যায় নি।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।