বুলবুলি কি এলে ফিরে আবার গোলাপ বনে (bulbuli ki ele fire)

বুলবুলি কি এলে ফিরে আবার গোলাপ বনে।
ভুলে যাওয়া গুল-বাগ কি পড়ল আজি মনে॥
ঝরা গোলাপ-পাপড়িগুলি
ঢেকেছে আজ মরুর ধূলি,
পাতা ঢাকা সমাধিতে ঘুমায় নিরজনে॥
দিল্রুবা আর পেয়ালা হাতে সিরাজ সাকি আসি’
ফিরে গেছে নিরাশ হয়ে, জলসা হল বাসি।
ধুলায় লুটায় ফুলের ডালি
চাঁদের চোখে পড়ল কালি,
শেষ গোলাপের নজরানা লও বন্ধু বিদায়-ক্ষণে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৯৭। পৃষ্ঠা: ৭৭০]

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।