বুল্‌বুলি নীরব নার্গিস-বনে (bulbuli nirob nargis bone)

বুল্‌বুলি নীরব নার্গিস-বনে।
ঝরা বন-গোলাপের বিলাপ শোনে॥
শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধির পাশে,
তরুণ ইরান-কবি কাঁদে নিরজনে॥
উদাসীন আকাশ থির হ'য়ে আছে,
জল-ভরা মেঘ ল'য়ে বুকের কাছে।
সাকির শরাবের পিয়ালার 'পরে
সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে,
চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন-আননে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৬ই মার্চ  (শুক্রবার, ৩ চৈত্র ১৩৪৬), সন্ধ্যা ৭.১৫টায় কলকাতা বেতারকেন্দ্র থেকে  ইরানের স্বপ্ন (গীতিকা) প্রথম প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬২৪। নৌরোচ্‌কা, তাল: ঝাঁপতাল।  পৃষ্ঠা: ৪৫৮]
    • নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]। কাব্য-গীতি (নৌরোচ্‌কা-তেতালা)। গান-৫৬২। পৃষ্ঠা: ১৪৫। 
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে ১৯৫২)। ১। নৌরোচকা-তেতালা]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ১। নৌরোচকা-তেতালা। পৃষ্ঠা ২৫৩-২৫৪]
    • মদিনা
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ অষ্টম খণ্ডে  [১২ই ভাদ্র ১৪১৫, ২৭শে আগষ্ট ২০০৮। মদিনা। ৯। [সম্পূর্ণ গানটি আছে, কোথাও কোনো পরিবর্তন নেই]। পৃষ্ঠা: ৩০৫।]
    • পত্রিকা: নজরুল ইন্সটিটিউট পত্রিকা, ঢাকা [জ্যৈষ্ঠ ১৩৯২ (মে-জুন ১৯৮৫)। মদিনা।]
  • বেতার:
    • ইরানের স্বপ্ন (গীতিকা)
      • প্রথম প্রচার:  কলকাতা বেতার কেন্দ্র। [১৬ মার্চ ১৯৪০ (শনিবার, ৩ চৈত্র ১৩৪৬)। প্রচার সময়: রাত ৭-১৫-৭.৫৯ মিনিট। শিল্পী: শৈল দেবী।
            সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ৬ষ্ঠ। ১৬ মার্চ ১৯৪০। পৃষ্ঠা ৩০৪
      • দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ২৬ অক্টোবর ১৯৪০ (শনিবার ৯ কার্তিক ১৩৪৭)। প্রচার সময়: রাত ৮টা থেকে ৮.৩৮ মিনিট।
            সূত্র:
        • বেতার জগৎ। ১১শ বর্ষ, ২০শ [১৬ অক্টোবর ১৯৪০] পৃষ্ঠা: ১১০৯
        • The Indian leistener [Vol. V. No. 20. (26 October, 1940 Page 1685)] Calcutta 1, Transmission III,  Dream of Iran
    • হারমাণি। রাগ নভরোচিকা। কলকাতা বেতার কেন্দ্র [২৭ নভেম্বর ১৯৪০ (বুধবার ১১ অগ্রহায়ণ ১৩৪৭) সান্ধ্য অধিবেশন। ৬-০৫-৬-১৯ মিনিট।
      • সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৪শ সংখ্যা। পৃষ্ঠা: ৭৬৪।
         
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • স্বরলিপিকার :
    • কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম, মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ) -এর ৮৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ২২৩-২২৫।]
    • নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর ২২০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৬০-৫৬১।]
    • মফিজুল ইসলাম। [হিন্দোল (প্রকাশক, মফিজুল ইসলাম, আষাঢ় ১৩৮৩ বঙ্গাব্দ) -এর ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৩-৪৪।]

      প্রাসঙ্গিক পাঠ:  কাজী অনিরুদ্ধকৃত স্বরলিপিধৃত যে সুর বর্তমানে প্রচলিত তার কোন প্রামাণ্য ভিত্তি নাই এবং সে সুর নৌরোচ্‌কার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মূল সুর গীতা মিত্রের কাছ থেকে পাওয়া গেছে।
      [সূত্র: নজরুল সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯)-এর ১৯১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৩৫-৫৩৬।]
  • বিষয়াঙ্গ: প্রেম (বিরহ)
  • সুরাঙ্গ: গজলাঙ্গ
    • রাগ: নৌরোচ্‌কা (নভরোচিকা ) [নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৬২৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৮৫-৪৮৬।]
  • তাল: ত্রিতাল [নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৬২৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৮৫-৪৮৬।]
  • গ্রহস্বর: গ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।