কুসুম-সুকুমার শ্যামল তনু (kushum-shukumar shyamol tonu)

 নাটক: 'সাবিত্রী', রাগ: সিন্ধু-কাফি, তাল: কাহারবা
কুসুম-সুকুমার শ্যামল তনু হে ফুল-দেবতা লহ প্রণাম।
বিটপী লতায় চিকন পাতায় ছিটাও হাসি কিশোর শ্যাম॥
পূজার থালা এ অর্ঘ্য-ডালা এনেছি দিতে তোমার পায়
দেহ শুভ বর কুসুম-সুন্দর হোক নিখিল নয়নাভিরাম
এ বিশ্ব বিপুল কুসুম-দেউল হোক তোমার ফুল কিশোর
মুরলী করে এসো গোলক-বিহারী হোক ভূ-লোক আনন্দ-ধাম॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। জয়তী পত্রিকার 'পৌষ-মাঘ ১৩৩৭' (ডিসেম্বর ১৯৩১) সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৭ মাস।        
     
  • গ্রন্থ:
    • সাবিত্রী
      • মন্মথ রায়-কর্তৃক রচিত নাটক। [১৩৩৮ বঙ্গাব্দের ১৬ই জ্যৈষ্ঠ মঞ্চস্থ হয়েছিল। তৃতীয় অঙ্ক। তৃতীয় দৃশ্য। শাশ্বতী ও আশ্রম বালিকাগণের গান। ]
      • মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে নভেম্বর ১৯৫১। সাবিত্রী। তৃতীয় অঙ্ক। তৃতীয় দৃশ্য। শাশ্বতী ও আশ্রম বালিকাগণের গান]
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ২৮। সিন্ধু-কাফি-কার্ফা। পৃষ্ঠা: ১৭৭]
    • বনগীতি
      • প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)]। বাগেশ্রী-সিন্ধু-কাহারবা। পৃষ্ঠা: ৪৮] ।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  বনগীতি। ৩১ সংখ্যক গান। বাগেশ্রী-সিন্ধু-কাহারবা। পৃষ্ঠা ১৯৬]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ]। ৪৩০ সংখ্যক গান।
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। স্বরলিপিকার: সুধীন দাশ। নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। পৃষ্ঠা: ৭৪-৭৫ [নমুনা]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, ঊনপঞ্চাশতম খণ্ড । স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৩২-৩৩ [নমুনা]
       
    • পত্রিকা: জয়তী [পৌষ-মাঘ ১৩৩৭ (ডিসেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)]
    • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৩ (পৌষ-মাঘ)। এন ৭০৭২ শিল্পী: মাণিকমালা।
       
    • স্বরলিপি ও স্বরলিপিকার:
      • সুধীন দাশ। ১৯৩৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: মাণিকমালা] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি পঞ্চদশ খণ্ড অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
      • ইদ্‌রিস আলী। ১৯৩৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: মাণিকমালা] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
         
    • সুরকার: কাজী নজরুল ইসলাম।
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব,পূজা-নিবেদন)
      • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
      • রাগ: বাগেশ্রী-সিন্ধু

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।