বেণু বাজাই -বাজাই হৃদয় বনে

বেণু বাজাই -বাজাই হৃদয় বনে।
(বৃন্দাবনে নয়, হৃদয়-বনে গো)
প্রেমে গোলক হতে ভূলোকে আসি নেমে
খেলি প্রেমিকের সনে (লুকোচুরি গো)।
মা যশোদা স্নেহ-ডোরে বাঁধিয়া রাখে মোরে,
প্রেমের গুণে কাঁদি রাধিয়া পায় ধরে-
রাখাল সেজে আমি গোঠে যাই গো-চারণে।
(প্রীতিতে-গলে মন বৈকুণ্ঠ ফেলে আমি গোঠেই যাই গো-চারণে)॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৭ ডিসেম্বর তারিখে (শনিবার ২১ অগ্রহায়ণ ১‌৩৪৭), কলকাতার মিনার্ভা থিয়েটারে দেবেন্দ্রনাথ রাহা রচিত 'অর্জুন বিজয়' নামক নাটকটি মঞ্চস্থ হয়। উক্ত নাটকে এই গানটি পরিবেশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বছর ৬ মাস।
     
  • মঞ্চ: অর্জুন-বিজয় (নাটক)। নাট্যকার দেবেন্দ্র রাহা। পরিচালনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম মঞ্চস্থ- মিনার্ভা থিয়েটার [৭ ডিসেম্বর ১৯৪০ (শনিবার, ২১ অগ্রহায়ণ ১৩৪৭)]। শিল্পী: শিল্পী: শ্রীমতী ইভা
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২০৩২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬১১।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।