বেদনার পারাবার করে হাহাকার (bedonar parabar kore hahakar)

বেদনার পারাবার করে হাহাকার
তোমার আমার মাঝে হে প্রিয়তম।
অনন্ত এই বিরহের নাহি পার,
হবে না মিলন আর এ জনম॥
এই বুঝি হায়, বিধির লিখন
দু’কূলে থাকি’ কাঁদিব দু’জন
রাতের চখা-চখীর সম॥
বাতায়নে জ্বালি’ আশা-দীপ
চাহিব তোমার আসার পথে
বিফল মালার মলিন কুসুম
ভাসাব নদীর ভাটীর স্রোতে।
নিশুতি রাতের তারার চোখে,
দলিত ফুলে ঝরা-কোরকে
খুঁজিও আমায় ফিরিয়া যদি
আসি এ-ঘরে প্রিয় মম১॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা পত্রিকার  চৈত্র ১৩৪৬ (মার্চ-এপ্রিল ১৯৪০) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬২৫। রাগ: কাফি-সিন্ধু। তাল: কাহারবা। পৃষ্ঠা: ৪৮৬]
  • পত্রিকা
    • সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা [চৈত্র ১৩৪৬ (মার্চ-এপ্রিল ১৯৪০)। মিশ্র: কাফি সিন্ধু-কাহারবা (মধ্যলয়)। কথা ও সুর: নজরুল ইসলাম। স্বরলিপি: নলিনী লাহিড়ী। পৃষ্ঠ: ৬০৬-৬০৭]  [নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: 
  • সুরকার: কাজী নজরুল ইসলাম। [সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা।  [চৈত্র ১৩৪৬ (মার্চ-এপ্রিল ১৯৪০)]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।