বেদনার বেদীতলে পেতেছি আসন, হে দেবতা! (bedonar beditole petechi ason)

বেদনার বেদীতলে পেতেছি আসন, হে দেবতা!
সেথা আর কেহ নাই আমরা দু’জন, কহিব কথা॥
বাহির ভুবনে তব কত পূজারী
সেথায় মনের কথা কহিতে নারি,
তাই হৃদয় দেউলে রেখে’ দিয়েছি আগল –
সেথা তোমার চরণ-তলে জানাব গোপন প্রাণের ব্যথা॥
পূজা-মন্দির হ’তে এসে চুপে চুপে
হে দেবতা! সাজায়েছি প্রিয় রূপে!
সবার সমুখে তাই মালা দিতে লাজ পাই –
প্রেমের বাসর ঘরে পরাব বরণ-মালা, হব প্রণতা॥

  • ক. রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৮ তারিখে (২২ ভাদ্র ১৩৪৫) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
        [ নজরুলের ৩৯ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
     
  • . প্রকাশ ও গ্রন্থভুক্তি:

    • গ্রন্থ:
      • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬২৬। পৃষ্ঠা: ৪৮৬]
    • রেকর্ড:
      • ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৮ তারিখে (২২ ভাদ্র ১৩৪৫) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল।
      • টুইন [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫)। শিল্পী: অলোকা ঘোষ। রেকর্ডটি বাতিল হয়ে যায়]
      • কলম্বিয়া [মার্চ ১৯৫৪ (ফাল্গুন-চৈত্র ১৩৬০)। জিই ২৪৭২০। শিল্পী: কুমার সুমিত্রা দাশগুপ্তা। সুর দুর্গা সেন]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।