বেদনার সিন্ধু-মন্থন শেষ, হে ইন্দ্রানী (bedonar sindhu monthon shesh)

বেদনার সিন্ধু-মন্থন শেষ, হে ইন্দ্রানী,
জাগো, জাগো করে সুধা-পাত্রখানি॥
রোদন-সায়রে ধুয়ে পুষ্পতনু
এসো অশ্রুর বরষার ইন্দ্র-ধনু,
হের কুলে অনুরাগে    জীবন-দেবতা জাগে
        ধরিবে বলিয়া তব পদ্মপাণি॥
তব দুখ-রাত্রির তপস্যা শেষ 
─ এলো শুভ দিন,
অতল তমসা-পারে প্রভাতের প্রায় জাগো অমলিন।
সুরলোক-লক্ষ্মী গো তুমি অমরার
এসো এসো পার হ'য়ে ব্যথার পাথার।
অশ্রুত অশ্রুর নীরবতা কর দূর
        কূলে কূলে হাসির তরঙ্গ হানি'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ভারতবর্ষ পত্রিকার আষাঢ় ১৩৪২ (জুন-জুলাই ১৯৩৬ সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]। রাগ-প্রধান গান (সিন্ধু-ত্রিতাল)। গান-৯১৮। পৃষ্ঠা: ২৩০।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, ফেব্রুয়ারি ২০১২) -এর ১৮৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৯।
    • নজরুল সুরলিপি, দশম খণ্ড, (নজরুল একাডেমী, ডিসেম্বর ১৯৮৬) -এর ২য় গান। পৃষ্ঠা: ৪-৫।
    • বেণুকা, (নজরুল ইন্সটিটিউট। জুন ২০০৬) -এর ৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯-২০।
    • সন্ধ্যামালতী। নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ (বাংলা একাডেমী, ঢাকা মে ২০০৮),  পৃষ্ঠা: ১৬৯।
    • সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্‌, বৈশাখ ১৩৮৫) -এর ৭৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৪৮-১৪৯।
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১১২।  for Kumari Juthica (HMV) । -সিন্ধু-কার্ফা।  পৃষ্ঠা ১৩৯।]
       
    পত্রিকা:
    • ভারতবর্ষ, আষাঢ় ১৩৪২ সংখ্যা (জুন-জুলাই ১৯৩৬)। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপি: জগৎ ঘটক। সিন্ধু-ত্রিতাল। পৃষ্ঠা: ৪০-৪১] [নমুনা]
  • রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। এন. ৯৭৩৯। শিল্পী: কুমারী যূথিকা রায়। সুর: নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • স্বরলিপিকার:
    • জগৎ ঘটক। ভারতবর্ষ, আষাঢ় ১৩৪২ সংখ্যা (জুন-জুলাই ১৯৩৬)। পৃষ্ঠা: ৪০-৪১] [নমুনা]
    • ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ১২। পৃষ্ঠা: ৬৩-৬৫ [নমুনা]
       
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম। পৌরাণিক দেবী বন্দনা]
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।