বেল ফুল এনে দাও চাই না বকুল (bel ful ene dao chai na bokul)

বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল॥
গোলাপ বড় গরবী এনে দাও করবী
চাইতে যূথী আন টগর  কি ভূল॥
কি হবে কেয়া, দেয়া নাই গগনে;
আনো সন্ধ্যামালতী গোধূলি-লগনে।
গিরি-মল্লিকা কই' চামেলি পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই মাসে (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩), ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই মাসে (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। জুলাই ১৯৩৬ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৩)। এন ৯৭৩৮। শিল্পী: অনিমা বাদল। সুরকার: নজরুল ইসলাম [শ্রবণ নমুনা]
     
  • সুরকার: নজরুল ইসলাম
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১ জ্যৈষ্ঠ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ। ১৯ সংখ্যাক গান] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।