বেলা গেল, ও ললিতে, কৃষ্ণ এলো না (bela gelo,o lolite,krishno elo na)

বেলা গেল, ও ললিতে, কৃষ্ণ এলো না
আজকে কেন, রাধার কুঞ্জে বাঁশি বাজে না॥
সে যে আমার গুণমণি,
বেঁধে রেখেছে কোন চাঁদ বদনী,
আমায় করে অনাথিনী, ধর্মে সইবে না॥
আসি বলে গেল কালা,
(আমি) গেঁথেছি বনফুলের মালা,
মালা হলো জপমালা, উপায় হলো না॥
**১. বাঁশি লয়ে চলে গেল, ফিরে এলো না॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ১২শ গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৯৯]
  • বিষয়াঙ্গ: রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।