বেলা গেল সন্ধ্যা হ’ল, (ওরে) এখন খোল আঁখি (bela gelo sondhya holo)

বেলা গেল সন্ধ্যা হ’ল, (ওরে) এখন খোল আঁখি।
তুই সোনার খনির কাছে এসে ফিরলি ধূলা-মাখি॥
এ সংসারের সার ছেড়ে তুই
সং সেজে হায়, বেড়াস নিতুই,
যে তোরে ধন-রত্ন দিলো তারেই দিলি ফাঁকি॥
ভুলে রইলি যাদের নিয়ে, তাদের পেলি কোথা হতে,
তোর যাবার বেলায় কেউ কি সাথী হবে রে তোর পথে।
এখনো তুই ডাক একবার
নাইরে সীমা তাহার দয়ার,
সে-ই করবে ক্ষমা, ঘুম পাড়াবে শীতল বুকে রাখি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ বঙ্গাব্দের এইচএমভি (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৭) মাসে মেগাফোন কোম্পানি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০৩৩।  পৃষ্ঠা: ৬১০।
  • রেকর্ড:
    • এইচএমভি  [নভেম্বর ১৯৪০ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৭)। এন ২৭০৪৫। শিল্পী: কে মল্লিক ও মিস্ অনিমা (বাদল)। সুর: কমল দাশগুপ্ত]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট।জুন ২০১৮]  জুন ২০১৮] গান সংখ্যা ২০। পৃষ্ঠা: ৭৫- ৭৭  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: মরমী
    • সুরাঙ্গ: ভজন

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।