বেলা শেষে গিরি-পথের ছায়ে (bela sheshe giri pother chhaye)

বেলা শেষে গিরি-পথের ছায়ে।
কলস ভরে কুঁড়েয় ফেরে
সার বেঁধে ঐ বনের কালো মেয়ে॥
তাদের পায়ে বাজে মল
চলন-দোলায় নয়ন ভোলায় উছ্লে পড়ে জল,
তাা আপন মনে পথের টানে চলে রে গান গেয়ে॥
গাইল যে রে উদাস-করা গান,
বিভোর ক’রে বনের মন-প্রাণ,
সুরে ভুবন হ’ল মগন, আকাশ গেল ছেয়ে॥
তাদের ফুলে বাঁধা কেশ
কাজল-নয়ন, হৃদয়-হরণ বন-দেবীর বেশ,
তাদের কালো রূপের ধারায় নেয়ে পাষাণ রহে চেয়ে॥

  • ক. রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৫২ বৎসর।
        [ নজরুলের ৫২ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]

     
  • খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
    • গ্রন্থ:
      • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬২৮। পৃষ্ঠা: ৪৮৭]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।