ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না (byathar upore bodhu byatha dio na)

        ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না
        দলিত এ হৃদি মম দ’লে যেয়ো না॥
                ল’য়ে কত সাধ আশা
                তোমার দুয়ারে আসা
(বঁধু)  দিলে যদি ভালোবাসা ফিরে নিয়ো না॥
        স্রোতের কুসুম প্রায় ভাসিতাম অসহায়
        তুলে নিয়ে বুকে তারে ফেলে দিলে পুনরায়।
                 নিরদয় এ কি খেলা
                 প্রাণ নিয়ে হেলাফেলা
        খেলার লাগিয়া ভালবাসিও না॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের মে মাসে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২২২৬। গান ৯৯২। পৃষ্ঠা ৩০৩-৩০৪]
  • রেকর্ড: টুইন [মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)। এফটি ৩২১৩। শিল্পী: মিস ঊষারাণী]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।