ব্রজশ্যাম হে, আর জনমে হয়ো রাধা। (brojoshyam hey, ar jonome hoyo na radha)

ব্রজশ্যাম হে, আর জনমে হয়ো রাধা।
আমার পরান, তোমার পরান
                এক সুরে আছে বাঁধা॥
তখন বুঝিবে হে মনে মনে,
কি ব্যথা রমনীর মনে,
তোমার বিরহে কাতর কত রাধা॥
আমি ব্রজ শ্যাম হব।
বাঁশরিতে সুর দিব,
তুমি সুর শুনে হারাইবে দিশা॥
গাগরি লইয়া কাঁখে
ডাকিবে ললিতাকে,
সাথে যাবে বড়ায়ি বিশাখা॥
না পেয়ে আপন জনে,
খুঁজিবে বনে বনে,
বনফুলে গেঁথো মালা॥
মোর মত হবে দশা,
সদা শ্যাম শ্যাম নেশা,
ভ্রমর কুজনে মনে ব্যথা॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?। প্রথম দৃশ্য। চতুর্থ দৃশ্যান্তর। দ্বিতীয় গান। বাউল-বাউলিনীর গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৬৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ১৮৫৮]
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?' চাপান সং'-এর  চতুর্থ গান। ভণিতা 'ভ্রমর'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।