এ-কূল ভাঙে ও-কূল গড়ে এই তো নদীর খেলা। (e kul bhange o kul gore ei to nodir khela)
এ-কূল ভাঙে ও-কূল গড়ে এই তো নদীর খেলা।
সকাল বেলা আমির, রে ভাই (ও ভাই) ফকির, সন্ধ্যাবেলা॥
সেই নদীর ধারে কোন্ ভরসায়
বাঁধলি বাসা, ওরে বেভুল, বাঁধলি বাসা, কিসের আশায়?
যখন ধরলো ভাঙন পেলি নে তুই পারে যাবার ভেলা।
এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা॥
এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ
যে কুমোর গড়ে সেই দেহ, তার খোঁজ নিল না কেহ (রে ভাই)।
রাতে রাজা সাজে নাচমহলে
দিনে ভিক্ষা মেগে বটের তলে
শেষে শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির ঢেলা
এই তো বিধির খেলা রে ভাই ভব নদীর খেলা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ বঙ্গাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৫) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশিত করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৫ মাস।
- বেতার:
- পদ্মার ঢেউ (গীত চিত্র)। কলকাতা বেতার কেন্দ্র, ক। তৃতীয় অধিবেশন। [১৪ জুন ১৯৪১ (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮)] সময়: ৮-৮.৩৯ মিনিট।
[সূত্র: বেতার জগত। ১২শ বর্ষ ১১শ সংখ্যা। [পৃষ্ঠা: ৬৫২] - সিরাজদ্দৌলা। (নাটক)। নাট্যকার: শচীন্দ্রনাথ সেনগুপ্ত। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৪ নভেম্বর (শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৩৪৬)। সন্ধ্যা ৬.৪৫-৮.৪৫। বেতার নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল কিনা তা জানা যায় নি।
[সূত্র:
বেতার জগৎ। ১০ম বর্ষ ২২শ সংখ্যায় [পৃষ্ঠা: ৮৮২]
The Indian Listener, Vol. IV, No. 22] page 1578]
- পদ্মার ঢেউ (গীত চিত্র)। কলকাতা বেতার কেন্দ্র, ক। তৃতীয় অধিবেশন। [১৪ জুন ১৯৪১ (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮)] সময়: ৮-৮.৩৯ মিনিট।
- রেকর্ড:
- এইচএমভি। আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। সিরাজদ্দৌলা (রেকর্ড)। ত্রয়োদশ ও চতুর্দশ খণ্ড। এন ১৭২১২। [শ্রবণ নমুনা]
নাট্যকার: শচীন্দ্রনাথ সেনগুপ্ত। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর নজরুল। উল্লেখ্য, সিরাজদ্দৌলা মঞ্চনাটকে এবং গ্রন্থাকারে প্রকাশিত প্রথম সংস্করণে এই গানটি ছিল না। - এইচএমভি। [জানুয়ারি ১৯৪০। জানুয়ারি ১৯৪০ (পৌষ-মাঘ ১৩৪৬)। এন ১৭৪১৪। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর নজরুল।
- এইচএমভি। আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। সিরাজদ্দৌলা (রেকর্ড)। ত্রয়োদশ ও চতুর্দশ খণ্ড। এন ১৭২১২। [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] মৃণালকান্তি ঘোষ'-এর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি। পঞ্চম গান। [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়: