ভয় নাই ভয় নাই হে বিজয়ী (bhoy nai bhoy nai hey bijoyi)

ভয় নাই ভয় নাই হে বিজয়ী
জাগো ঊর্ধ্বে মোদের দেবী শক্তিময়ী।
অবনত এ জাতির প্রার্থনা ওই –
তব ললাটে জ্বলে জয়টীকা ভাস্বর,
তব বিজয় যাত্রা-পথে শঙ্খ বাজে হে বীরবর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪১), এইচএমভি রেকর্ড কোম্পানি 'প্রতাপাদিত্য' নামক নাটক প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ৩৫ বৎসর ছিল ৩ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৩৪০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭০৯।
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)। নাট্যপালা। প্রতাপাদিত্য। নাট্যকার: যোগেশ চৌধুরী। চরিত্র বৈতালিক। এন  ৭২৮৩। শিল্পী: গোপাল সেন।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।