ভাদরের ভরা নদীতে ভাসায়ে কেতকী (bhadorer bhora nodite bhashaye)

ভাদরের ভরা নদীতে ভাসায়ে কেতকী পাতার তরণী কে আসে গো॥
বলাকার রং পালক কুড়ায়ে বাহি-ছায়া-পথ-সরণী কে আসে গো॥
দলি শাপলা শালুক শতদল
আসে রাঙায় কাহার পদতল,
নীল লাবনি ঝরায়ে ঢলঢল – ভরাইয়া সারা ধরণী কে আসে গো॥
মৃদু মধুর মধুর হাসিয়া
সমীরণ সম ভাসিয়া,
আসে কার ভালোবাসিয়া – বলো কার মনোহরণী কে আসে গো।

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৬) মাসে, কলম্বিয়া রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। কিন্তু রেকর্ডটি শেষ পর্যন্ত প্রকাশিত হয় নি। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৩৪। পৃষ্ঠা: ৪৮৯]
  • রেকর্ড: কলম্বিয়া [জানুয়ারি ১৯৪০ (পৌষ-মাঘ ১৩৪৬)। শিল্পী: বিমলভূষণ। রেকর্ডটি প্রকাশিত হয় নি।
    [পরিতোষ মণ্ডল(শ্রবণ নমুনা)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।