ভারত-লক্ষ্মী আয় মা ফিরে দুঃখ-রাতের তিমির হরি'। (bharot lokkhi ay maa fire)

ভারত-লক্ষ্মী আয় মা ফিরে দুঃখ-রাতের তিমির হরি’।
হাতে ল’য়ে সোনার ঝাঁপি সুধার পাত্রে সুধা ভরি’॥
আঁচলে তোর উঠুক দুলে, নবীন ধানের মঞ্জরি সে
অঙ্গনতল মাতিয়ে দে মা, দোয়েল শ্যামার মধুর শিসে,
ফিরিয়ে দে সেই হারিয়ে যাওয়া রত্ন বোঝোই সোনার তরী॥
লক্ষ্মী মায়ের সন্তান আজ, হায় রে কেন লক্ষ্মী-ছাড়া?
দু মুঠো ভাত নেইকো পেটে, তৃষ্ণায় নেই তৃষ্ণা-ধারা।
কোন্‌ পাপে আজ সোনার এ দেশ, শ্মশান হল দে মা ব’লে
দুঃখ-সাগর মন্থর শেষ, ভরল ভুবন হলাহলে,
অমৃত এনে সন্তানে, বাঁচা মা তোর পায়ে ধরি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  
     
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৪৯ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৬)। এন ৩১০৬৬। শিল্পী: সত্য চৌধুরী। সুর নজরুল ইসলাম]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।