কে ডাকিলে আমারে আঁখি তুলে' (ke dakile amare ankhi tule)

 রাগ: ভৈরবী, তাল: দাদ্‌রা

কে  ডাকিলে আমারে আঁখি তুলে'।
     এই প্রভাতে তটিনী-কূলে কূলে॥
ঐ   ঘুমায়ে সকলি, জাগেনি কেউ
     জল নিতে এখনো আসেনি বউ,
     শুধু তব নদীতে জেগেছে ঢেউ -
     মেলেছ নয়ন কানন-ফুলে॥
     যে সুবাস ঝরে ও-এলোকেশে
     কমরে তা' দিলে নাহিতে এসে',
     তব তনু-বাস দীঘিতে ভেসে' -
     মাতাইছে, মধুপ পথ ভুলে॥
ও   শিশির-কপোল-স্বেদ বারি
     পড়িল ঝরি' নয়নে আমারি,
     জাগিয়া হেরি রূপ-মনোহারী -
     দাঁড়ায়ে উষসী তোরণ-মূলে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ
    • চোখের চাতক
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ বঙ্গাব্দ। গান ৩৭। ভৈরবী- কার্ফা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৩৭। ভৈরবী- কার্ফা। পৃষ্ঠা: ২১৯]
  • পত্রিকা:
    • নাচঘর [২৬ পৌষ ১৩৩৬ (শুক্রবার ১০ জানুয়ারি ১৯৩০)]
    • সওগাত পৌষ ১৩৩৬ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩০)]
  • রেকর্ড: এইচএমভি। আগষ্ট ১৯৪৯  (শ্রাবণ-ভাদ্র ১৩৫৬)। এন ৩১০৭০। শিল্পী: নন্দলাল পুরী। সুরকার: নিতাই ঘটক। ভৈরবী-ষষ্ঠী [শ্রবণ নমুনা]
     
  • সুরকার: নিতাই ঘটক
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
      • রাগ: ভৈরবী
      • তাল: দাদরা। (নিতাই ঘটক-কৃত স্বরলিপির উপরে ষষ্ঠীতাল আছে। উল্লেখ্য দক্ষিণ ভারতীয় রূপক তালের অনুকরণে রবীন্দ্রনাথ ষষ্ঠীতাল প্রণয়ন করেছিলেন। এর ছন্দ-বিভাজন ২/৪।) দ্রষ্টব্য: ষষ্ঠী
      • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।