ভারতের দুই নয়ন তারা হিন্দু-মুসলমান (bharoter dui noyon tara hindu-musalman)

ভারতের দুই নয়ন তারা হিন্দু-মুসলমান
দেশ জননীর সমান প্রিয় যুগল সন্তান॥
তাইতো মায়ের কোল নিয়ে ভাই
ভা'য়ে ভা'য়ে বাধে লড়াই
এই কলহের হবেই হবে মধুর অবসান
এক দেশেরই অন্নজলে এক দেহ এক প্রাণ॥
আল্লা বলে কোরান তোমায়, এলা বলে বেদ,
যেমন পানি, জলে রে ভাই শুধু নামের ভেদ।
মোদের মাঝে দেয়াল তুলতে যে চায়
জানবে মোদের শত্রু  তাহায় (জানবে রে)
বিবাদ ক'রে এনেছি হায় অনেক অকল্যাণ
মিলনে আজ উঠুক জেগে নব-হিন্দুস্থান।
                     জেগে উঠুক হিন্দুস্তান॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিপত্রে গানটি ছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
     
  • রেকর্ড:
    • এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি। ২৮শে এপ্রিল ১৯৩৮ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫)।
    • এইচএমভি। মে ১৯৩৮ (বৈশাখ-১০ জ্যৈষ্ঠ ১৩৪৫) এন ১৭০৭৬। শিল্পী: আব্বাসউদ্দিন আহমদ ও মৃণালকান্তি ঘোষ। [শ্রবণ নমুনা]
       
  • সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
    • সুরকার: কাজী নজরুল ইসলাম
    • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১১ সংখ্যক গান। রেকর্ডে সত্য চৌধুরী-র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে] [নমুনা]
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: স্বদেশ (সম্প্রীতি)
      • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।