ভাল লাগার স্মৃতি ভালো নাহি যায় (bhalo lagar shriti bhalo nahi jay)
ভাল লাগার স্মৃতি ভালো নাহি যায়।
তাই বারে বারে আসি ফিরে তব আঙিনায়॥
আজো ওঠে বাঁকা চাঁদ নীল গগনে
আজো ফোটে রাঙা ফুল মম কাননে,
‘পিয়া পিয়া’ গাহে পাখি পিয়াল শাখায়॥
যে আলো বাজালে বেণু রঙীন ঊষায়,
তাহারি পুলকে আজি পরান মাতায়।
মরুর কামনা আজো দীপ-শিখা সম
পরানে লাগে জাগিয়া আছে ওগো প্রিয়তম,
অনুরাগে লাগে দোল, দোল দেহ-যমুনায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৩৬। পৃষ্ঠা: ৪৮৯]