ভিখারির সাজে কে এলে। (bhikarir saje ke ele)

ভিখারির সাজে কে এলে।
তৃতীয় প্রহর নিশি নিঝ্ঝুম দশ দিশি –
আমার ঘুরেম দুয়ার ঠেলে কে এলে কে এলে॥
সুন্দর হাতে কেন ভিক্ষার ঝুলি
চাঁদের অঙ্গে কেন পথের ধূলি?
আমার কবরীর যূ’ই ফুলগুলি –
তব চরণের পানে আছে আঁখি মেলি’।
বনভূমি কাঁদে ঝরা-ফুল-পল্লব ছড়ায়ে,
হে তরুণ সন্ন্যাসী! বসন্ত কাঁদে তব দুই কর জড়ায়ে।
ওগো উদাসীন! কোন্ নিষ্ঠুর সাধে
বিভূতি মাখায়ে হায়! চৈতালী চাঁদে।
আমার এখন ফাল্গুন-নিশীথে ধুতুরা-আসব কেন দিলে ঢেলে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (মঙ্গলবার, ১ আষাঢ় ১৩৪৪), এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানির সাথে নজরুলের যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়, তাতে এই গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সন্ধ্যা মালতী [নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। ১৬। পৃষ্ঠা ১৩৪]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, ফেব্রুয়ারি ২০১২)। ১৬৪০ সংখ্যক গান। রাগ: ভিখার। তাল: ত্রিতাল: পৃষ্ঠা:৪৯০।
  • বেতার: হারামণি। একাদশ অনুষ্ঠান। রাগ ভিখার। সংগঠক: কাজী নজরুল ইসলাম এবং সুরেশ চক্রবর্তী। কলকাতা-ক। তৃতীয় অধিবেশন [৩০ অক্টোবর ১৯৪০ (বুধবার ১৩ কার্তিক ১৩৪৭)। সন্ধ্যা ৭.০০-৭.১৯।
    • সূত্র:
      • বেতার জগৎ । ১১শ বর্ষ, ২০শ সংখ্যা। ১৬ অক্টোবর ১৯৪০। পৃষ্ঠা: ১১৬।
      • The Indian-listener 1940, Vol V, No 20. page 1601]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।