ভীমসেন বীর শঙ্খে ফু দেয়, নাড়া দেয় ঘণ্টায়। (bhimshen bir songkhe fu daay)

ভীমসেন বীর শঙ্খে ফু দেয়, নাড়া দেয় ঘণ্টায়।
শঙ্খ বাজে না, ঘণ্টা বাজে না, মূক কেন তারা হায়॥
            কাঁদে খাণ্ডব পতি,
            কহে, এ কি হলো যদুপতি,
তুমি যা বলেছো করেছি তো তাই, তবু বাধা কেন ভাই॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯৮৯]
  • বিষয়াঙ্গ:  'ভক্ত মুচি' -এর' গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।