ভুঁই মালীদের ঘরে ভুঁই চাপার কলি (bhui malider ghore bhui chapar koli)

ভুঁই মালীদের ঘরে ভুঁই চাপার কলি
ভুমা-পরা উমা খেলিতে
উতলা মনে ছায়া ফেলিতে॥
ঘোম্‌টা টানিয়া দিলে আমারে হেরিয়া
উদাস চোখে এলো কালো-মেঘ ঘেরিয়া
চিনিতে কি পেরেছিলে প্রণাম যে
কল্যাণী-রূপ তব হে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৬৮। পৃষ্ঠা: ৯৩৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।