ভুলে রইলি মায়ায় এসে ভবে (bhule roili mayay eshe bhobe)

দ্বৈত   :   ভুলে রইলি মায়ায় এসে ভবে
            তুই ভুলবি ভুলের খেলা কবে॥
স্ত্রী     :   নিবু নিবু তোর জীবন-বাতি শেষ হলো সুখ-রাতি,
পুরুষ :   রাত পোহালে সুখের সাথি সঙ্গে নাহি রবে॥
স্ত্রী     :   যাঁর কৃপায় তুই রইলি সুখে ডাক্‌লি না রে তারে
পুরুষ :   তুই কি নিয়ে হায় তাহার কাছে যাবি পরপারে।
স্ত্রী     :   জমালি যা তুই জীবন ভ'রে পিছে প'ড়ে রবে
পুরুষ :   দারাসুত লবে বিভব রতন পাপের বোঝা নাহি লবে॥
স্ত্রী     :   স্রোতের মতো সময় যে যায় নিয়ে শরণ প্রভুর পায়
পুরুষ :   কৃপা-সিন্ধুর কৃপা পেলে ত'রে যাবি তুই তবে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের নভেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। নভেম্বর ১৯৩৭ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪)। এন ৯৯৯২। শিল্পী: কে মল্লিক ও অণিমা (বাদল)। সুর: কে মল্লিকা [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্‌ নবী। নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল ইন্সটিটিউট] ১৬ সংখ্যক গান [নমুনা]
  • সুরকার: কে মল্লিক
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: মরমী
    • সুরাঙ্গ: ভজন
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।