ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি (bholo priyo bholo bholo amar sriti)

ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি।
তোরণ-দ্বারে বাজে করুণ বিদায়-গীতি॥
তুমি ভুল ক’রে এসেছিলে ভুলে ভালবেসেছিলে,
ভুলের খেলা ভুলের মেলা তাই প্রিয় ভেঙে দিলে।
ঝরা ফুলে হের ঝুরে কানন-বীথি॥
তব সুখ-দিনে তব হাসির মাঝে অশ্রু মম
রবির দাহে শিশির সম শুকাইবে প্রিয়তম,
হাসিবে তব নিশীথে নব চাঁদের তিথি॥
ফোটে ফুল যায় ঝ’রে গহন বনে অনাদরে
গোপনে মোর প্রেম-কুসুম তেমনি গেল গো মরে,
আমার তরে কাঁটার ব্যথা কাঁদুক নিতি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি  গীতি-শতদল সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ  (এপ্রিল ১৯৩৪) মাসে। এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল  
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। পিলু খাম্বাজ -লাউনি]।
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । গীতি-শতদল। গান সংখ্যা ৪৮। পিলু খাম্বাজ -লাউনি। পৃষ্ঠা ৩০৯-৩১০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৪৯।   রাগ: পিলু-খাম্বাজ, তাল: লাউনি। পৃষ্ঠা: ৪৯৩।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।