ভোলো ভোলো ভোলো মান, ভোল আমারে (bholo bholo bholo maan, bholo amare)

ভোলো ভোলো ভোলো মান, ভোল আমারে।
আঁধারে যে ফুল ফোটে, ভোলো তাহারে॥
ভুলিতে যদি গো লাগে বুকেতে ব্যথা’
নিঠুর মরম-বাণে না ক’য়ো কথা,
দরদী গো সে-ব্যথারে রাখিবি কাহারে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের মার্চ  (ফাল্গুন-চৈত্র ১৩৪৮) মাসে বেতার থেকে প্রচারিত একক সঙ্গীতানুষ্ঠানে এই গানটি প্রথম প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১০৬৮। পৃষ্ঠা: ৩২৬ ]
  • বেতার: একক অনুষ্ঠান । কলকাতা বেতারকেন্দ্র-ক। [ মার্চ ১৯৪২ (ফাল্গুন-চৈত্র ১৩৪৮) । প্রথম অধিবেশন। ৭.৫০-৮.০৯। শিল্পী: অণিমা মুখোপাধ্যায়। মিশ্র তিলং-কাহারবা
    • সূত্র: The Indian-listener, Vol. VII. No.5. Page: 59

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।