মণ্ডলী রচিয়া ব্রজের গোপীগণ

মণ্ডলী রচিয়া ব্রজের গোপীগণ
করে রাস-কেলি সঙ্গে রাধাপ্যারী মদন মোহন॥
(যেন) মেঘের কোলে সৌদামিনী খেলে
(যেন) তমাল ডালে স্বর্ণলতা দোলে,
নীল গগন-থালায় যেন জোছনারই চন্দন॥
তারাগণ মধ্যে যেন চাঁদের উদয়
নীল কমলে যেন সোনার পরাগ রয়
নীল গিরিতে যেন ঝর্নার হরষণ॥
পূর্ণিমা কৃষ্ণা রাতি একই তিথিতে
জড়াজড়ি করে নাচে মাধবী-বীথিতে
আনন্দ-গোলক হ’ল আজি মধুবন॥

  • রচনাকাল ও স্থান: ১৯৪১ খ্রিষ্টাব্দে এইচএমভি গানটির রেকর্ড করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রকাশিত হয় নি। গানটির সাথে মাসের উল্লেখ না থাকায়, গানটি প্রকাশের সময় নজরুলের মাস-ভিত্তিক বয়স কত ছিল, তা অনুমান করা যায় না। তাই এই গানগুলোকে ৪২ বৎসরের তালিকায় যুক্ত করা হলো।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২০৫৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬২০।
  • রেকর্ড: এইচএমভি [১৯৪১ খ্রিষ্টাব্দ (১৩৪৯ বঙ্গাব্দ)। শিল্পী কুঞ্জলাল সিংহ । রেকর্ডটি প্রকাশিত হয় নি।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।