কে পাঠালে লিপির দূতী গোপন লোকের বন্ধু গোপন (ke pathale lipir duti gopon loker bondhu gopon)

 রাগ: ঝিঁঝিট-খাম্বাজ, তাল: দাদ্‌রা

কে পাঠালে লিপির দূতী গোপন লোকের বন্ধু গোপন।
চিন্‌তে নারি হাতের লেখা মনের লেখা চেনে গো মন॥
            গান গেয়ে যাই আপন মনে
            সুরের পাখি গহন বনে,
সে সুর বেঁধে কার নয়নে 
 জানে শুধু তা'রি নয়ন॥
            কে গো তুমি গন্ধ-কুসুম
            গান গেয়ে কি ভেঙেছি ঘুম,
তোমার ব্যথার নিশীথ নিঝুম 
 হেরে' কি মোর গানের স্বপন॥
            নাই ঠিকানা নাই পরিচয়
            কে জানে ও-মনে কি ভয়,
গানের কমল ও-চরণ ছোঁয় 
 তাইতে মানি ধন্য জীবন॥
            সুরের গোপন বাসর-ঘরে
            গানের মালা বদল করে,
সকল আঁখির অগোচরে 
 না দেখাতে মোদের মিলন॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর ও সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৮ । ঝিঁঝিট-খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ২২৬-২২৭]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।