মদিনাতে এসেছে সই নবীন সওদাগর।

মদিনাতে এসেছে সই নবীন সওদাগর।
সে হীরা জহরতের চেয়ে অধিক মনোহর॥
সই দেখতে তারে লাখো হাজার লোক ছুটেছে পথে
সে কোহিনূর মানিক এনেছে কোহ-ই-তূর হ’তে,
সে কোরান-জাহাজ বোঝাই ক’রে এনেছে সোনার মোহর॥
একবার যে কল্মা প’ড়ে আল্লা বলে এসে
তারে বিনি-মূলে সল্মা চুনি বিলিয়ে দেয় সে হেসে,
দুলিয়ে সে দেয় নামাজ রোজার হীরের তাবিজ বুকের পর॥
সে বেহেশ্তের কুঞ্জি ল’য়ে ডাকে অহরহ
বলে ঈমান এনে বেহেশ্ত যাবার সোনার চাবি লহ,
আমি প্রাণ দিয়েছি নজ্রানা, সই, দেখে’ তারে এক নজর॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪) মাসে,  টুইন গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৭০১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০৭।
  • রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)। এন ৯৯০৬। শিল্পী রাবেয়া খাতুন। সুর: নজরুল ইসলাম]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।