কে বিদেশি বন-উদাসী' (ke bideshi bon-udashi)

           কে বিদেশি       বন-উদাসী'
           বাঁশের বাঁশী      বাজাও বনে।
           সুর-সোহাগে      তন্দ্রা লাগে
           কুসুম-বাগের      গুল-বদনে॥
           ঝিমিয়ে আসে     ভোমরা-পাখা
           যূথীর চোখে       আবেশ মাখা
           কাতর ঘুমে        চাঁদিমা রাকা
           ভোর গগনের      দর্‌-দালানে
           দর্‌-দালানে       ভোর গগনে॥
           লজ্জাবতীর        লুলিত লতায়
           শিহর লাগে       পুলক-ব্যথায়
           মালিকা সম       বঁধুরে জড়ায়
           বালিকা-বঁধু       সুখ-স্বপনে॥
           বৃথাই গাঁথি,       কথার মালা
           লুকাস্‌ কবি       বুকের জ্বালা,
           কাঁদে নিরালা     বন্‌শিওয়ালা
           তোরি উতলা     বিরহী মনে॥

  • রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল সওগাত পত্রিকার 'পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ' (ডিসেম্বর ১৯২৭-জানুয়ারি ১৯২৮) সংখ্যায়। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ২৮ বৎসর ৭ মাস।
     
  • পত্রিকা:  
    • সওগাত
      • পৌষ ১৩৩৪ (ডিসেম্বর ১৯২৭-জানুয়ারি ১৯২৮)।
      • চৈত্র, ১৩৩৪ বঙ্গাব্দ (নজরুল-কৃত স্বরলিপিসহ মুদ্রিত)। ভৈরবী-আশাবরী─কার্ফা
    • ভারতবর্ষ। জ্যৈষ্ঠ ১৩৩৫ (মে-জুন ১৯২৮)। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপি: শ্রীসাহানা দেবী। গজল─কার্ফা। পৃষ্ঠা: ৮৩১-৮৩২। [নমুনা]
  • গ্রন্থ:
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। গজল। ১৪। ভৈরবী-আশাবরী-কাহারবা। পৃষ্ঠা ৭১-৭২]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৫৯। গজল। গারা-খাম্বাজ-কাহারবা [নজরুল-গীতিকা‌র প্রথম সংস্করণের বিচারে গানটির রাগতালের পরিচয় যথার্থ হয় নি]। পৃষ্ঠা: ২১১-২১২]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৪০। পৃষ্ঠা ১৩-১৪]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। স্বরলিপিকার: সুধীন দাশ।  প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৩-৮৬]
    • নজরুল সঙ্গীত স্বরলিপি, পঞ্চাশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। জুন নভেম্বর ২০১৯। ] গজল। তাল: কাহারবা। পৃষ্ঠা: ৭৬-৭৯ [নমুনা]
    • বুলবুল
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ। গান ৭। ভৈরবী-আশাবরী-কাহারবা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৭।  ভৈরবী-আশাবরী-কাহারবা। পৃষ্ঠা: ১৫৬]
  • রেকর্ড:
    • এইচএমভি। ডিসেম্বর ১৯৩০ (অগ্রহায়ণ -পৌষ ১৩৩৭ বঙ্গাব্দ)। রেকর্ড নম্বর এন ৩২৬২। শিল্পী হরিমতি
    • ভিয়েলোফোন। এপ্রিল ১৯৩১  (চৈত্র ১৩৩৭- বৈশাখ ১৩৩৮ বঙ্গাব্দ)। টি ৬০০১।  শিল্পী ছিলেন বি. গোস্বামী। [শ্রবণ নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।