মধুর নূপুর রুমুঝুমা বাজে

রাগ: শঙ্করা। তাল: ত্রিতাল
মধুর নূপুর রুমুঝুমা বাজে।
কে এলে মনোহর নটবর-সাজে॥
নিশীথের ফুল ঝরে রাঙা পায়ে
মাধবী রাতের চাঁদ এলে কি লুকায়ে,
‘পিয়া পিয়া’ ব’লে পাখিডাকে বন-মাঝে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৬৭৩ সংখ্যক গান।   রাগ: শঙ্করা। তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ৫০০।
     
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৪১ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮) এন. ২৭১৩১.। শিল্পী জ্ঞান গোস্বামী]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ১৮। পৃষ্ঠা: ৮১-৮৬  [নমুনা]
     
  • পর্যায়:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।