মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো হরি গুণ গান (mon loho niti naam radha shyam gaho)

মন   লহ নিতি নাম রাধা শ্যাম গাহো হরি গুণ গান।
তব   ধন জন প্রাণ, যাহার কৃপার দান
        জপ তারি নাম জয় ভগবান জয় ভগ্‌বান॥
        জনক-জননীর স্নেহে তাঁহার হেরিস্ তুই স্নেহময়,
        ভাই ভগিনীর প্রীতিতে যাঁর, শান্ত মধুর পরিচয়।
        প্রণয়ী বন্ধুর মাঝে, যাঁর প্রেম রূপ বিরাজে;
        পুত্র কন্যা-রূপে সেই জুড়ায় তাপিত পরান॥
        তৃষ্ণা ক্ষুধায় সেই কৃষ্ণেরি লীলা,
        হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা;
        তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা,
                কল-ভাষা নদী-কলতান।
        দেয় দুখ্ শোক সেই, পুন সেই করে ত্রাণ।
        জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯) মাসে গানটি প্রথম এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল  
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। বেহাগ মিশ্র-কার্ফা]। [গীতি-শতদল-৬৩]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৬৩। বেহাগ মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ৩১৮]
  • রেকর্ড: এইচএমভি।  ডিসেম্বর ১৯৩২। এন ৭০৫৯। শিল্পী: কমলা ঝরিয়া [শ্রবন নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২০ সংখ্যক গান]  [নমুনা]
     
  •  পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।