মনে রাখার দিন গিয়েছে (mone rakhar din giechhe)

মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা
আর লাগে না ভালো আমার হৃদয় নিয়ে খেলা॥
            লগ্ন ছিল ছিল সময়
            পরান ভরা ছিল প্রণয়,
সে দিন যদি আস্‌তে মলয় বস্‌তো ফুলের মেলা॥
সুকুমার সুন্দর যাহা ছিল আমার মাঝে
গেছে ম'রে নিরাশাতে ঝ'রে গেছে লাজে।
            আজ উদাসীন শূন্য মনে
            ঘুরে বেড়াই অকারণে
তোমার চেয়েও আমি আমায় হানি অবহেলা॥   

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪২) এইচএমভি গানটির রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড:
    • টুইন [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)। শিল্পী: আবদুল লতিফ। রেকর্ডটি প্রকাশিত হয় নি।
    • টুইন [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)। রেকর্ড নং- এফ.টি. ৪৯২২।  শিল্পী: ভক্তিরঞ্জন রায়। সুর: সুবল দাশগুপ্ত। [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১ জ্যৈষ্ঠ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ।  ২০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৫-৯৭] [নমুনা]
  • সুরকার: সুবল দাশগুপ্ত।
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।