মম তনুর ময়ূর-সিংহাসনে এসো রূপকুমার

মম তনুর ময়ূর-সিংহাসনে এসো রূপকুমার ফর্হাদ।
(মোর) গুম যবে ভাঙিল, প্রিয়, গগনে ঢলিয়া পড়িল চাঁদ॥
আমি শিঁরি – হেরেমের নন্দিনী গো
ছিনু অহঙ্কারের কারা-বন্দিনী গো,
ভেবেছিনু তুমি শুধু রূপের পাগল –
বুঝি নাই কা’রে বলে প্রেম-উন্মাদ॥
গিরি-পাষাণে আঁকিলে তুমি যে চবি মম, দিলে যে মধু,
সেই মধু চেয়ে, সেই শিলা বুকে ল’য়ে কাঁদি,
ফিরে এসো, ফিরে এসো বঁধু।
ল’য়ে যাও সেই প্রেম-লোকে, বিরহী
কাঁদিছে যথায় ‘শিঁরি শিঁরি’ কহি’ –
আজ ভরিয়াছে বিষাদের বিলাপের গোলাপের সাধ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৬৬০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৯৬।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।