মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে (momo mayamoy sopone kar bashi baje gopone)

মম    মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে
        বিধুর মধুর স্বরে কে এলো, কে এলো সহসা॥
যেন   স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ভরিল আকাশ
        হাসিল তমসা কে এলো, কে এলো সহসা॥
        অচেনা সুরে কেন ডাকে সে মোরে
        এমন ক'রে ঘুমের ঘোরে 

        নব-নীরদ-ঘন-শ্যামল কে এ চঞ্চল
        হেরিয়া তৃষিত-প্রাণ হলো সরসা
                          কে এলো, কে এলো সহসা॥
        কভু সে অন্তরে কভু দিগন্তরে
        এই সোনার মৃগ ভুলাতে আসে মোরে,
        দেখেছি ধ্যানে যেন এই সে সুন্দরে
        শুনেছি ইহারি বেণু প্রাণ-বিবশা
                          কে এলো, কে এলো সহসা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
     
  • পত্রিকা: রেকর্ড বুলেটিন। এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৬। কথা ও সুর কবি নজরুল। শিল্পী মিস্ মড্ কষ্টেলা। দ্বিতীয় গান পৃষ্ঠা: ৮-৯।
  • রেকর্ড: এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)। এন ৯৭৭৭। মড কস্টেলো।[শ্রবণ নমুনা]
    সুরকার নজরুল ইসলাম। এর জুড়ি গান ছিল-
    • উতল হ'ল শান্ত আকাশ [তথ্য
       
  • স্বরলিপি: সুধীন দাশনজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড(নজরুল ইন্সটিটিউট)। পৃষ্ঠা ৩৪-৩৬]  [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম। [রেকর্ডসূত্র]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।