মরণ ডাকে – ‘আয় রে চ’লে!

নাটক : ‘কাফ্ন চোরা’
মরণ ডাকে – ‘আয় রে চ’লে!’ জীবন বলে – ‘যাই গো যাই।’
জীবনে হায় পায়নি ব’লে (আমার) মরণে তাই চাই গো চাই॥
জীবন শুধু কাঁটায় ভরা
তাই বুঝি সে দেয়নি ধরা,
ফুল-বিছানো কবরে তার মধুর পরশ পাই গো পাই।
মরণ-বঁধুর ডাক শুনে আর জীবনে সাধ নাই গো নাই॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।

  •  গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৬৬২ সংখ্যক গান। নাটিকা: কাফন চোরা। পৃষ্ঠা: ৪৯৬।
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৩০-৩১ [নমুনা]
       
  • রেকর্ড:
    • কাফনচোরা (রেকর্ড-নাটক)।  নাট্যকার মন্মথ রায়। [এইচএমভি ফেব্রুয়ারি ১৯৪০ (মাঘ-ফাল্গুন ১৩৪৬)। এন ১৭৪২৯। রোশেনার'র গান। শিল্পী: নীহারবালা। সুর: নজরুল ইসলাম]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • ইদ্‌রিস আলী। ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: নীহারবালা] স্বরলিপি অনুসারে, স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
    • তাল: তেওরা
  • গ্রহস্বর:  সর্স

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।