মরু সাহারা আজি মাতোয়ারা

মরু সাহারা আজি মাতোয়ারা  হলেন নাজেল তাহার দেশে খোদার রসুল।
যাঁহার নামে যাঁহার ধ্যানে সারা দুনিয়া দীওয়ানা, প্রেমে মশগুল॥
                যাঁহার আসার আশাতে অনুরাগে
                নীরস খর্জুর তরুতে রস জাগে,
তপ্ত মরু'পরে খোদার রহম্ ঝরে, হাসে আকাশ পরিয়া চাঁদের দুল॥
                ছিল এ ত্রিভুবন যাঁহার পথ চাহি'
                এলে রে সেই নবী 'ইয়া উম্মতি' গাহি',
যতেক গুম্‌রাহে নিতে খোদার রাহে এলো ফুটাতে দুনিয়াতে ইসলামি ফুল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর  (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১১৬৬।  পৃষ্ঠা: ৩৫৫]
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)। এন ৭৪২৩। শিল্পী: মহম্মদ কাশেম] [শ্রবণ নমুনা]

  •  

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।