মহুয়া বনে আধো নিশীথ রাতে

মহুয়া বনে আধো নিশীথ রাতে বেণুকা বাজায়ে
ডাকে গো মোরে কোন বিরহী
সে মানা মানে না, সখি সে কি জানে না
আমি ভবনের বধূ, বন-বালিকা নহি॥
বন-কেতকী ব’লে তারে চাতকী জানে
তাই কাঁদিয়া মনে চেয়ে মেঘের পানে,
বলে যমুনার জল, ওর ডাক সে যে ছল,
তাই রোদনের স্রোত হয়ে অকূলে বহি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৯ নভেম্বর (শনিবার ১৩ অগ্রহায়ণ ১৩৪৮), কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত 'ঠুমরী জলসা' নামক সঙ্গীতানুষ্ঠানে গানটি প্রথম প্রচারিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • মদিনা নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ অষ্টম খণ্ডে  [১২ই ভাদ্র ১৪১৫, ২৭শে আগষ্ট ২০০৮। মদিনা। ৮। আধুনিক গান/কুমারী ইলা ঘোষ
  • পত্রিকা: 'আমার মদিনা'।'নজরুল ইন্সটিটিউট পত্রিকা' জ্যৈষ্ঠ ১৩৯২ সংখ্যা। অষ্টম গান/আধুনিক গান/কুমারী ইলা ঘোষ
     
  • বেতার: ঠুংরীর জলসা  (ঠুমরী গানভিত্তিক অনুষ্ঠান)।কলকাতা বেতার কেন্দ্র।  [২৯ নভেম্বর ১৯৪১ (শনিবার ১৩ অগ্রহায়ণ ১৩৪৮), সময়: সন্ধ্যা ৭.৫০-৮.২৯ মিনিট।
    • সূত্র: 
      • বেতার জগৎ। ১২শ বর্ষ ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ১৩৫৬
      • The Indian Listener Vol VI No. 22.page 87
         
  • পত্রিকা:  নজরুল ইন্সটিটিউট পত্রিকা, ঢাকা [জ্যৈষ্ঠ ১৩৯২ (মে-জুন ১৯৮৫)। মদিনা।]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: ঠুমরী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।