মা! আমার মনে আমার বনে

মা! আমার মনে আমার বনে
                    ফোটে যত কুসুম দল
সে ফুল মাগো তোরই তরে
                    পূজ্‌তে তোরই চরণতল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না।  ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ) মাসে নজরুল এইচএমভি রেকর্ডের জন্য রচনা করেছিলেন 'বিদ্যাপতি' নামক পালা-নাটিকা। এই গানটি নাটিকাতে ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৪৮। নাটক: 'বিদ্যাপতি' । পৃষ্ঠা: ২৯১]
    • বিদ্যাপতি
      • পাণ্ডুলিপি। প্রথম খণ্ড। বিদ্যাপতির গান। [নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। পৃষ্ঠা: ৩১০]
      • রেকর্ড-নাটক। প্রথম খণ্ড। বিদ্যাপতির গান। [নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। পৃষ্ঠা: ৩৩৬-৩৩৭]
         
    • রেকর্ড: এইচএমভি। [সেপ্টেম্বর ১৩৩৬  (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)] বিদ্যাপতি (রেকর্ড নাটিকা)। প্রথম খণ্ড। । এন ৯৭৬৬। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।