মা! আমি তোর অন্ধ ছেলে হাত ধ'রে

মা! আমি তোর অন্ধ ছেলে হাত ধ'রে মোর নিয়ে যা মা।
পথ নাহি পাই যেদিকে চাই দেখি আঁধার ঘোর ত্রিযামা॥
আমি নিজে পথ চলিতে যাই
বারে বারে পথ ভুলি মা তাই
মায়া-কূপে পড়ে কাঁদি কোথায় দয়াময়ী শ্যামা॥
মা তুই যবে হাত ধ'রে চলিস্‌ রয় না পতন-ভয়,
তুই যবে পথ দেখাস্‌ মা গো সে পথ জ্যোতির্ময়।
কি হবে জ্ঞান-প্রদীপ নিয়ে সাথে
বৃথা এ দীপ জন্মান্ধের হাতে
তুই যদি হ'স নির্ভর মোর পথের ভয় আর রবে না মা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) টুইন  মাসে, রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২০৬১ সংখ্যক গান। রাগ: মিশ্র হাম্বির, তাল: দাদরা। পৃষ্ঠা: ৬২১।
  • রেকর্ড: টুইন [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। এফটি ১২৪৮৮। শিল্পী: নারায়ণ দাসগুপ্ত]
     
  • সুরকার: সুবল দাশগুপ্ত
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, শাক্ত]
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: হাম্বীর
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: মর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।